বিএনপিকে দাবি-দাওয়া পূরণের জন্য অপেক্ষা করতে হবে: ওবায়দুল কাদের

ফাইল ছবি

বিএনপিকে দাবি-দাওয়া পূরণের জন্য অপেক্ষা করতে হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

দাবী-দাওয়া পূরণের জন্য বিএনপিকে আগামী পাঁচ বছর অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে এক যৌথ মতবিনিময় সভায় কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, নির্বাচনের ট্রেন বন্ধ হয়ে গেছে, সে ট্রেন আগামী পাঁচ বছর পরেই আবার চালু হবে। প্রধান বিরোধী দল নির্বাচন বয়কট করেছে এটা ছাড়া দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে নেতিবাচক বলার মতো কিছুই অবশিষ্ট নেই।

এ সময় বিশ্ববাসী নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও বাংলাদেশের কিছু মানুষ তা মানতে পারছে না বলে দুঃখ প্রকাশ করেন কাদের।

তিনি আরও বলেন, নির্বাচন বানচালের হুমকি দিয়েছিল বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলো। তাদের সেই আস্ফালন এখন কোথায়? বিএনপি এখন জনবিচ্ছিন্ন, চরম হতাশার শিবিরে পরিণত হওয়া একটি দল।

news24bd.tv/ab