সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে পাথর ছুঁড়েছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ১০টার দিকে ঢাকা-সিরাজগঞ্জ রেলপথের সিরাজগঞ্জ শহরের রায়পুর এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। পাথর নিক্ষেপের কারণে একটি বগির জানালা সম্পূর্ণ ভেঙে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ট্রেনে দায়িত্বরত আনসার বাহিনীর কমান্ডার শফিকুল ইসলাম জানান, শহরের রায়পুর স্টেশনে যাত্রী নেমে দেয়ার পর ট্রেনটি ছেড়ে দেয়। ট্রেনটি স্টেশনের অদূরে রায়পুর আমতলার কাছে আসলে ট্রেনের 'ক' বগিতে পাথর দিয়ে পরপর চারটি ঢিল ছুড়ে দুর্বৃত্তরা। এতে ট্রেনের পুরো একটি গ্লাস ভেঙে যায়। একটি পাথর ট্রেনের মধ্যে গিয়ে পড়ে।

তিনি আরও জানান, এসময় ট্রেনের ভিতরে থাকা নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে অন্ধকারে কাউকে চেনা যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

news24bd.tv/SHS