ভারতে বাংলাদেশের একাধিক দফতরে হামলা, জাতীয় পতাকায় আগুন দেওয়া এবং সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে প্রতিবাদ জানাতে রোববার ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন সহযোগী সংগঠনজাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এই পদযাত্রা। পদযাত্রা শেষে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদান করা হবে। এ কর্মসূচিতে সব স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকতে নির্দেশনা দিয়েছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির...
ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির তিন সংগঠনের পদযাত্রা রোববার
অনলাইন ডেস্ক
পলকের চাচা শ্বশুরকে শোকজ করল বিএনপি
অনলাইন ডেস্ক
বিএনপির এক জনসভার মঞ্চে দেখা গেছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টিকে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির ওই জনসভায় তাকে দেখা যায়। এদিকে ভাতিজি ফারজানা রহমানকে নাটোরের সিংড়ায় জনসভা মঞ্চে ডেকে নেওয়ার ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করেছে বিএনপি। শনিবার জেলা বিএনপির সদস্যসচিব স্বাক্ষরিত চিঠিতে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। ফারজানা রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চাচা শ্বশুর প্রভাষক আনিছুর রহমানের মেয়ে এবং সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ার হোসেন আনুর ভাতিজি। ফারজানার দাবি, তিনি আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য নন। নোটিশে বলা হয়, দলীয় সিদ্ধান্ত...
অনৈতিক কাজ করলে কেউ ছাড় পাবে না: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৭ ডিসেম্বর) ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ৩১ দফা অর্জনের জন্য জনগণের সমর্থন অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যতক্ষণ না জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারব, ততক্ষণ আমরা ৩১ দফা বাস্তবায়ন করতে পারব। এজন্য এই দফাগুলো জনগণের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে। ফরিদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় তারেক রহমান আরও বলেন, বিএনপির একক আন্দোলনে স্বৈরাচার বিদায় নেয়নি, বরং সব দল ও মানুষের সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। তবে, জনগণের আস্থা অর্জন ও ধরে রাখার জন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।অনৈতিক কাজ করলে কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারেক রহমান বলেন, মানুষ যদি না জানে বিএনপি কী চায়, তাদের জন্য কীভাবে কাজ...
‘আ. লীগ ও জাপা দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে’
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে (জাপা) সংলাপে বাদ দিয়ে দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, এতে জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তার দাবি, দেশে একটা অবিশ্বাস ও সংঘাতময় পরিবেশের সৃষ্টি হয়েছে। এসময় জি এম কাদের বলেন, কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা একটি জাতীয় ঐক্যের ডাক দিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করেছেন। এতে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। তিনি বলেন, ৪৮টি নিবন্ধিত দলের মধ্যে মাত্র ১৮টি দলের সাথে মতবিনিময় করেছেন তিনি। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ২৩০টি আসন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর