রজনীগন্ধ্যা থেকে বেঁচে ফিরলেন ২০ জন

ডুবে যাওয়া রজনীগন্ধ্যা ফেরি থেকে দুটি ট্রাক উদ্ধার করা হয়।

রজনীগন্ধ্যা থেকে বেঁচে ফিরলেন ২০ জন

নিজস্ব প্রতিবেদক

পাটুরিয়ার যানবাহন নিয়ে ডুবে যাওয়া রজনীগন্ধ্যা ফেরি থেকে দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে। ফেরি থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ ফেরির সেকেন্ড মাস্টার।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতে উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এ ঘটনায় দুটি তদন্ত টিম গঠন করেছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। কমিটিগুলোকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা ১৬ মিনিটের পাটুরিয়ার ৫ নং ঘাটের কাছে ডুবে যায় রজনীগন্ধ্যা নামে ইউটিলিটি ফেরিটি। ফায়ার সার্ভিস জানায়, ফেরিতে মোট ৯টি যানবাহন ছিলো।

ঘটনার সাথে সাথেই ৬ জনকে জীবিত উদ্ধার করে তারা।

উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কার্যক্রমে যোগ দেয় নৌবাহিনীর ডুবুরি দল। ঘটনার পরপরই সেখানে নেয়া হয় উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমকে। আজ উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যোগ দেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানতে চাইলে ঘটনাস্থলে থাকা বিআইডব্লিউটিএ'র এক কর্মকর্তা জানান, আমরা আমাদের মতো উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি। যদিও উদ্ধারকারী সবাই এখনও এসে উপস্থিত হয়নি। সকাল ৮টার ভেতরে পুরো কার্যক্রম আবার শুরু হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক