দিনাজপুরে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

দিনাজপুরে বইছে মৃদু শৈত্য প্রবাহ। ছবি: নিউজ২৪

দিনাজপুরে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বইছে মৃদু শৈত্য প্রবাহ। চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চলছে এ জেলায়। যে কারনে আবারো বেড়েছে শীতের তীব্রতা। তবে কুয়াশা অন্যান্য দিনের তুলনায় একটু কম হলেও কমেনি শীত।

ঠান্ডায় সব চেয়ে বিপাকে রয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অনেকে খরকুটো জ্বালিয়ে কিছুটা শীত নিবারনের চেষ্টা করছেন। আবার শীত উপেক্ষা করেই কেউ কেউ চলছেন কাজের সন্ধানে।

স্থানীয় এক অটো চালক বলেন, দিনাজপুরে অনেক ঠান্ডা হয়।

এতে আমরা অটো চালাতে পারছি না। সেজন্য আগুন জ্বালিয়েছি। আরেকজন বলেন, ঠান্ডায় আমাদের অনেক কষ্ট হচ্ছে। আগুন জ্বালানো ছাড়া কিছু করার নাই।

দিনাজপুরে আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য মতে, বুধবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রী সেলসিয়াস। যা এ জেলায় চলতি শীতের সর্বনিম্ন তাপমাত্রা এবং বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

আকাশ কিছুটা পরিস্কার হওয়ায় ঠান্ডা বেড়েছে বলে জানান আবহাওয়া অফিসের কর্মকর্তা।

news24bd.tv/DHL