হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রতীকী ছবি

হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরঝিল কুনিপাড়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম জাসিদুল মিয়া জাহিদ (২৪)। তিনি পেশায় তেজগাঁও সাত রাস্তায় অবস্থিত পাটোয়ারী এলপিজি অটোমোবাইল ওয়ার্কশপের শ্রমিক ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল এক আরোহী সৌরভ (২৫) আহত হয়েছেন।

 

বুধবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে হাতিরঝিলের কুনিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: তাপমাত্রা নিয়ে আবারও দুঃসংবাদ

মৃত জাহিদের সহকর্মী ওসমান জানান, জাহিদ ও সৌরভ একই ওয়ার্কশপে কাজ করেন। তারা দুইজন রাতে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন।

খবর পাই কুনিপাড়া এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। আহত সৌরভ চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। আহত সৌরভ ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। মৃত জাহিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলার পুরান গাও গ্রামে তার বাবার নাম মহিউদ্দিন মিয়া। বর্তমানে তেজগাঁও ৭ রাস্তা ওই ওয়ার্কশপে থাকতেন।

news24bd.tv/কেআই