চালের দাম বৃদ্ধিতে নির্বাচনকালীন সুযোগ নিয়েছে ব্যবসায়ীরা : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারে- ফাইল ছবি।

চালের দাম বৃদ্ধিতে নির্বাচনকালীন সুযোগ নিয়েছে ব্যবসায়ীরা : খাদ্যমন্ত্রী

চালের দাম বৃদ্ধিতে ব্যবসায়ীরা নির্বাচনকালীন সময় থেকে মন্ত্রিসভা গঠন পর্যন্ত সময়ের সুযোগ নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির মন্টিটাস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকদের এসব জানান তিনি। এসময় খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে। শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে।

দুয়েকদিনের মধ্যে কর্পোরেট ব্যবসায়ীদের ডাকবো।

মন্ত্রী আরও বলেন, কৃষি, বাণিজ্য এবং খাদ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে। চালের বাজার স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে। হঠাৎ করে দাম বৃদ্ধি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

শীতে ধানের বীজতলা মরে যাচ্ছে সে বিষয়ে সতর্ক আছি।

বুধবার এক সভায় চার দিনের মধ্যে চালের দাম কমিয়ে আগের অবস্থায় আনার জন্য ব্যবসায়ীদের সময় বেধে দেন মন্ত্রী। মজুদকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

news24bd.tv/FA