চালের বাজার স্থির করতে অভিযানে খাদ্য মন্ত্রণালয়

প্রতীকী ছবি

চালের বাজার স্থির করতে অভিযানে খাদ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

চালের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে খাদ্য মন্ত্রণালয়। উপসচিব পদমর্যাদার চারজন কর্মকর্তা এসব অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে যাত্রাবাড়ী, মালিবাগ, খিলগাঁও তালতলা ও ঠাটারি বাজারে এসব অভিযান চালানো হয়।

খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব শ্রাবস্তী রায় জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবেই তারা অভিযান পরিচালনা করছেন।

অভিযানকালে নির্বাচনের পর কেন হঠাৎ করে চালের দাম বাড়ছে তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।

সকালে এক সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, চালের দাম বৃদ্ধিতে ব্যবসায়ীরা নির্বাচনকালীন সময় থেকে মন্ত্রিসভা গঠন পর্যন্ত সময়ের সুযোগ নিয়েছে। দাম শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে।

news24bd.tv/FA