জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে সাময়িকভাবে জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠা করার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যদের মধ্যে কমিটির ফোকাল পয়েন্ট ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ্-আল-মামুন উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহিদ এবং আহতদের স্মৃতি রক্ষার্থে তাঁদের ছবি, জামা-কাপড়, চশমা, বই-খাতা-কলমসহ ব্যক্তিগত ব্যবহৃত...
ডাকসু ভবনে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বরের মধ্যে দখলদারদের রেলের জমি ছেড়ে দেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের অবৈধভাবে নির্মিত সব স্থাপনা ও অবকাঠামো সরানোর নিদেশ দিয়েছে সরকার। ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব অবৈধ দখল ছেড়ে দিতে বলা হয়েছে। রেলপথ মন্ত্রণালয় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। মন্ত্রণালয়ের সহকারী সচিব আলী আকবর এতে স্বাক্ষর করেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বাংলাদেশ রেলওয়ের অবৈধভাবে দখলকৃত ভূমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সব স্থাপনা/অবকাঠামো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলো। নির্দিষ্ট সময়ের পরে বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখল মুক্তকরণে মন্ত্রণালয় আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে...
‘বাইরে যত ষড়যন্ত্রই হোক আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে’
নিজস্ব প্রতিবেদক
দেশের বাইরে থেকে যত অপপ্রচারই চালানো হোক না কেন বা যত ষড়যন্ত্রই হোক না কেন ধর্মীয় ও রাজনৈতিকভাবে আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে ওই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলম বলেন, আমরা দেশের প্রধান চারটি ধর্মের শীর্ষস্থানীয় নেতাদের ডেকেছি। আমরা চেষ্টা করেছি তাদের বক্তব্য শুনতে এবং সরকারের বক্তব্য তাদের মাধ্যমে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় তা বলেছি। আমরা তাদের একটা মেসেজ পৌঁছাতে চেষ্টা করেছি, তা হলো সম্প্রদায়গত দিক থেকে আমরা এক জায়গায়। সরকার যেকোনো সাম্প্রদায়িক ইস্যুতে প্রঅ্যাকটিভ কাজ করবে। বাইরে যতই ষড়যন্ত্র হোক, আমরা রাজনৈতিক ও সম্প্রদায়িকভাবে ঐক্যবদ্ধ থাকলে...
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ৩০ জনের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও গ্রিসের প্রতিনিধিরা ছিলেন। তারা প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবির বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন। লিখিতভাবে তাদের বক্তব্য ও দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন তারা। প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সঙ্গে আলোচনার সূত্রপাত হলো। সময়ের স্বল্পতায় অনেক কথা বলা হলো না। ছোট করে শুনলাম। লিখিত পত্র থেকে বিস্তারিত জানব। এগুলো নিয়ে পরবর্তীতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর