মোংলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চিংড়ি ঘের দখলের অভিযোগ

মোংলা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে ভুক্তভোগীরা

মোংলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চিংড়ি ঘের দখলের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে চিংড়ি ঘের দখলের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী চাষীরা। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে মোংলা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে জমির মালিক ও চিংড়ি চাষীরা অভিযোগ করে বলেন, উপজেলার মিঠাখালীর ইউনিয়নে সাঁতঘরিয়া এলাকার তাদের ৭ বিঘার একটি চিংড়ি ঘের দুই বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছেন ইউপি চেয়ারম্যান উৎপল। এর প্রতিবাদ করলে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।

চিংড়ি ঘেরটি ফিরে পেতে প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেন তারা।

মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার বলেন, ঘের দখল সংক্রান্ত একটি মানববন্ধন করেছে জমির মালিক ও চিংড়ি চাষীরা। ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

news24bd.tv/SHS