যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার ক্লিনিককে জরিমানা ও সিলগালা

গণমাধ্যমের সামনে কথা বলছেন যশোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর আবু মাউদ

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার ক্লিনিককে জরিমানা ও সিলগালা

যশোর প্রতিনিধি

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বেসরকারি ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে যশোর শহরের পালবাড়ি মোড়, ঘোপ সেন্ট্রাল রোড ও দড়াটানা এলাকায় এ অভিযান চালানো হয়। সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাবিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

যশোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর আবু মাউদ জানান, স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ যশোর শহরের বেসরকারি ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পালবাড়ী এলাকার হাসিনা ক্লিনিকের লাইসেন্স না পাওয়ায় এবং অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৫ হাজার টাকা জরিমানা এবং অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়। এছাড়া একই অভিযোগে ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আধুনিক হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা এবং ল্যাবজোন ক্লিনিক ও পপুলার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।

এছাড়া মন্ত্রণালয়ের নির্দেশে জেলার সব উপজেলাগুলোতে একই অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।

news24bd.tv/SHS