চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) ছয়তলা ভবনের চতুর্থতলায় একটি কার্টন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইপিজেড বেপজা গেটের পাশে অবস্থিত ইউনিটি অ্যাক্সেসরিজ কারখানায় আগুনের সূত্রপাত হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। news24bd.tv/DHL
চট্টগ্রামের ইপিজেডে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
অনলাইন ডেস্ক
হাসিনা আমলের শেষ পাঁচ বছরে সাড়ে ১৬ হাজার খুন
শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি বিস্ফোরক তথ্য। পুলিশ সদরদপ্তরের ওই তথ্যে বলা হয়, আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬ হাজারের বেশি মানুষ খুন হয়েছেন। গড়ে প্রতিদিন ৯টি হত্যার ঘটনা ঘটেছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অপরাধ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রায় পাঁচ বছর পর, গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর এই পরিসংখ্যান প্রকাশ করেছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৫৫৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এসব খুনের ঘটনা পারিবারিক, সন্ত্রাসী বা দুর্বৃত্তদের হাতে সংঘটিত হয়েছে। এটি শুধুমাত্র দায়ের হওয়া মামলা অনুযায়ী হিসাব করা হয়েছে, তবে বেনামী হত্যার সংখ্যা অন্তর্ভুক্ত করলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করে...
এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বললেন সোহেল তাজ
অনলাইন ডেস্ক
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ দাবি করলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিতে শেখ হাসিনার ইন্ধন রয়েছে । একটি জাতীয় দৈনিককে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন,সোহেল তাজ। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করবেন বলে হুশিয়ারি দিয়েছেন সোহেল তাজ। শেখ হাসিনাকে ভারত ১৫ বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল। তাই উৎখাতের পর তিনি সেখানেই চলে গেছেন। আর তাকে উৎখাত মানেই ভারতকে বিতাড়ন করা। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করেছে তাই জনগণ ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর চূড়ান্ত বিস্ফোরণ ঘটে জুলাই-আগস্টে ছাত্র গণঅভ্যুত্থানে। news24bd.tv/নাহিদ...
উত্থান-পতনেও ভারত-বাংলাদেশের সম্পর্ক টিকে আছে: প্রণয় ভার্মা
অনলাইন ডেস্ক
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বিভিন্ন পরিবর্তন, পেশাগত চ্যালেঞ্জ এবং উত্থান-পতন থাকা সত্ত্বেও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টিকে আছে। শনিবার (৭ ডিসেম্বর) ঐতিহাসিক ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে বাংলাদেশের অভ্যুদয়ে ভারতের সামরিক ও কুটনৈতিক ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ৫৩ বছর আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভারত। ইতিহাসগতভাবেই ভারত-বাংলাদেশের সম্পর্ক অনেক স্মরণীয়। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার ১০ দিন আগেই ভারত বাংলাদেশকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয়। এটি একটি মাইলফলক, যা কখনো মোছা যায় না। ওই তারিখটি দুই দেশের অংশীদারত্বের একটি বড় চিহ্ন। আমাদের এই সম্পর্ক টিকে আছে দুই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর