ভারতে নৌকাডুবিতে ১২ স্কুলশিক্ষার্থী নিহত

ভারতের গুজরাটে নৌকাডুবিতে তলিয়ে যাওয়াদের উদ্ধারে অভিযান চলছে।

ভারতে নৌকাডুবিতে ১২ স্কুলশিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক

ভারতের গুজরাট রাজ্যের ভাদোদারা শহরে পিকনিকে যাওয়ার সময় নৌকা ডুবে ১২ জন স্কুলশিক্ষার্থী এবং দুইজন শিক্ষক পানিতে তলিয়ে মারা গেছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে নৌকায় মোট ২৭ জন আরোহী ছিলেন। খবর বিবিসির।

বিবিসি গুজরাটের কাছে দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন ভাদোদারা শহরের পুলিশ কমিশনার অনুপম সিং গেলোট।

পাশাপাশি, উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন তিনি।  

ভাদোদারা শহরের হার্নি লেকে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।

কমিশনার গেলোট জানান, উদ্ধার হওয়া বাচ্চাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, নৌকা ভ্রমণের সময় বাচ্চাদেরকে লাইফ জ্যাকেট পরানো হয়নি।

এদিকে, এক্সে প্রকাশিত এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকসন্তপ্ত পরিবারগুলোকে সান্ত্বনা জানিয়েছেন।

গুজরাটের মূখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন।

নৌকাডুবির ঘটনা ভারতে নতুন কিছু নয়। গত বছর দেশটির কেরালা রাজ্যে এক নৌকাডুবিতে ২২ জন নিহত হয়েছিলেন।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক