কুড়িগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী হলেন যারা

কুড়িগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী হলেন যারা

হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম 

কুড়িগ্রাম জেলার ১ ও ২ আসনে বিএনপি ঘোষিত ৪ জন প্রার্থী পরস্পর নিকট আত্মীয়। তাঁরা পরস্পর স্বামী-স্ত্রী ও জামাই-শ্বশুর। ব্যতিক্রম এ ঘটনায় আলোচনার ঝড় উঠেছে। সমালোচকরা বলছেন পরিবার কেন্দ্রিক রাজনীতি বলয় ভাঙ্গতে পারছে না।

আর সমর্থকরা বলছেন যোগ্যতার মাপকাঠিতে হাই কমাণ্ড তাদের প্রার্থী করেছেন। এ নিয়ে নেতা কর্মীদের মাঝে কোন ক্ষোভ নেই।

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে দলের মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান রানা ও তার স্ত্রী শামিমা রহমান আপন (সদস্য জেলা বিএনপি )।

কুড়িগ্রাম-২ (সদর. ফুলবাড়ী ও রাজারহাট) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ।

তিনি এক আসনের প্রার্থী সাইফুর রহমান রানার ভগ্নিপতি। এছাড়া এ আসনে মনোনয়ন পেয়েছেন সোহেল হোসনাইন কায়কোবাদের খালু শ্বশুর জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিক।  

অপরদিকে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে মনোনয়ন পেয়েছেন মোঃ তাসভীরুল ইসলাম সভাপতি, জেলা বিএনপি, কুড়িগ্রাম ও আব্দুল খালেক সহ-সভাপতি কেন্দ্রীয় যুবদল।  

কুড়িগ্রাম-৪ রৌমারী, রাজিবপুর ও চিলমারী)  আসনে মনোনয়ন পেয়েছেন  মোখলেছুর রহমান সভাপতি রাজিবপুর উপজেলা বিএনপিও মোঃ আজিজুর রহমান সভাপতি রৌমারী উপজেলা বিএনপি।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর