৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু 

ফেরি চলাচল শুরু

৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু 

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ৮ ঘণ্টা ২০ মিনিট ফেরি চলাচল বন্ধ ছিল। শনিবার (২০ জানুয়ারি) সকাল সকাল ৯টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৮ ঘণ্টা ২০ মিনিট পর শনিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে কুয়াশা কম দেখে ৪ নং ঘাট থেকে শাহ পরান নামে ফেরিটি প্রথম পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

এর পর পর্যায়ক্রমে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরি ছেড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন আগে পারাপার করা হচ্ছে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।

news24bd.tv/আইএএম