যাত্রীবাহী বিমানে হঠাৎ সাপ

যাত্রীবাহী বিমানে হঠাৎ সাপ

অনলাইন ডেস্ক

ঘটনাটি পুরনো।  গত ১৩ জানুয়ারির। কিন্তু জানা গেছে শনিবার (২০ জানুয়ারি)। এক সপ্তাহ পর।

বিমানটি রাজধানী ব্যাংকক থেকে পর্যটন শহর ফুকেটে যাচ্ছিল। হঠাৎ যাত্রীরা দেখেন লাগেজ রাখার জায়গায় একটা সাপ বসে আছে।  তবে সাপটি কোন প্রজাতির, সেটি বিষধর ছিল কি না এবং কীভাবে সেখানে গেল, তা জানা যায়নি।

সাপটি দেখে প্রথমে দুজন যাত্রী ভয়ে চিৎকার করেন।

তখন সাপটি নেমে আসছিল যাত্রীদের সিটের দিকে। এতে আরও ভয় পেয়ে অন্যান্য যাত্রীরাও সিট ছেড়ে দৌড়াদৌড়ি শুরু করেন।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম উতুসানটিভি নিজেদের টিকটক চ্যানেলে ভিডিওটি পোস্ট করেছে। এখন এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সিএনএন জানায়, থাইল্যান্ডের এয়ার এশিয়ার একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। যাত্রীদের হুলুস্থুল দেখে তাৎক্ষণিকভাবে একজন ক্রু এগিয়ে আসেন। তিনি সাপটি ধরে একটি পানির বোতলে ঢোকানোর চেষ্টা করেন। পরে সাপটি আবর্জনার ব্যাগে ভরে ফেলেন তিনি। এরপর স্বস্তি ফেরে যাত্রীদের মাঝে।

সাপের উপস্থিতির ঘটনায় একটি বিবৃতি দিয়েছে এয়ার এশিয়া। প্রতিষ্ঠানটির করপোরেট নিরাপত্তা বিষয়ক প্রধান ফোল পমপুয়াং বলেন, বিমানে সাপ খুঁজে পাওয়ার ঘটনা সরচরাচর দেখা যায় না। আমাদের প্রশিক্ষিত ক্রু দ্রুত পরিস্থিতি সামলে নিয়েছেন। কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।  

news24bd.tv/ডিডি