মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আছে: ডিসিসিআই সভাপতি

ডিসিসিআইয়ের নতুন সভাপতি আশরাফ আহমেদ।

মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আছে: ডিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রয়েছে বলে মনে করছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন সভাপতি আশরাফ আহমেদ। তার মতে, খেলাপি ঋণ নিয়েও শংকার কিছু নেই।

২০২৪ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়ে শনিবার (১৯ জানুয়ারি) প্রথমবারের মতো সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আশরাফ আহমেদ। মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের সার্বিক অর্থনীতি ভালো আছে।

রিজার্ভ নিয়েও দুশ্চিন্তার কারণ নেই।

গ্যাস  সংকটে শিল্পে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসার গতি সচল রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।

একইসাথে ডলার সংকট মোকাবিলায় সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ারও আহবান জানান ডিসিসিআই সভাপতি।

news24bd.tv/ab