চট্টগ্রামে ফাঁকা গুলি ছোড়া সেই যুবক গ্রেপ্তার 

গ্রেপ্তার মোহাম্মদ জাহিদ - সংগৃহীত

চট্টগ্রামে ফাঁকা গুলি ছোড়া সেই যুবক গ্রেপ্তার 

অনলাইন ডেস্ক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায়  প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়া অস্ত্রধারী সেই যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ জাহিদ। তাকে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বায়েজিদ বোস্তামী-থানা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জাহিদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ এই মামলায় গ্রেপ্তার আরেক আসামি শাওনের কাছ থেকে মিঠুনের হাত হয়ে তার কাছে আসে অস্ত্রটি।

গত ১২ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে অস্ত্রের মহড়া দেয় স্থানীয় সন্ত্রাসীরা।

ওই সময় তাদের বাধা দিতে গিয়ে আবদুল্লাহ আল মাহমুদ নামের স্থানীয় এক ব্যক্তি কিরিচের আঘাতে আহত হন।

এছাড়া সন্ত্রাসীরা হিলভিউ এলাকায় বিভিন্ন দোকানপাটেও ভাঙচুর চালায়। পরে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, অস্ত্র হাতে জাহিদ কর্তৃপক্ষকে তাড়া করছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গত ১৪ জানুয়ারি ১৭ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও ১০টি ধারালো অস্ত্র (কিরিচ) উদ্ধার করে।

news24bd.tv/SHS