রাজশাহীতে শৈত্যপ্রবাহে বন্ধ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

রাজশাহীতে স্কুল বন্ধ রাখা হয়েছে - নিউজ টোয়েন্টিফোর

রাজশাহীতে শৈত্যপ্রবাহে বন্ধ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

রাজশাহীতে শীতের তীব্রতা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। আজ রোববার প্রাথমিক বিদ্যালয় বন্ধ আছে এবং আজ ও আগামীকাল মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী সাক্ষরিত চিঠিতে জানানো হয়।

আজ রাজশাহীতে সকাল ৬ টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯ টায় তাপমাত্রা বেড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াস হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় রাজশাহীতে বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ এবং গতিবেগ ছিল ২ কিলোমিটার।

আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা বাড়বে। তবে রাত্রে তাপমাত্রা কমবে।

বৃষ্টির আশঙ্কা কেটে গেছে। তবে বাড়তে পারে পশ্চিম উত্তর থেকে প্রবাহিত বাতাসের গতি।

news24bd.tv/SHS