দেশে ভোটার সংখ্যা কত জানালো নির্বাচন কমিশন

আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ খসড়া তালিকাটি প্রকাশ করেন।

দেশে ভোটার সংখ্যা কত জানালো নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে হালনাগাদের পর ভোটার তালিকার খসড়া প্রকাশ করলো নির্বাচন কমিশন। এতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ খসড়া তালিকাটি প্রকাশ করেন।

চলমান ভোটার তালিকা হালনাগাদে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭। নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯। তৃতীয় লিঙ্গ ভোটার সংখ্যা ৯২৪ জন।

এদিকে, ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

news24bd.tv/FA