গেলো ৫ বছর শিখেছি, এখন পা টিপে হাঁটার সময় নেই : তাজুল ইসলাম

ঢাকা ওয়াসার প্রশংসায় এলজিআরডি মন্ত্রী

গেলো ৫ বছর শিখেছি, এখন পা টিপে হাঁটার সময় নেই : তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

ওয়াসা সুশৃঙ্খল পরিস্থিতিতে পৌঁছেছে, সাহসীভাবে কাজ করছে। একটা সময় মন্ত্রীর বাসায় পানি না থাকলেও সরকারের চেষ্টায় এখন সবাই পানি পাচ্ছে। এমনটি জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) তাজুল ইসলাম।

তাজুল ইসলাম পুনরায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় রোববার তাকে অভিনন্দন জানায় ঢাকা ওয়াসা।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী এসব তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর দেশের জন্য আন্তরিকভাবে কাজ করার ফলাফলই ঢাকা ওয়াসার ব্যাপক সফলতা। গেল ৫ বছর শিখেছি, এখন আর পা টিপে টিপে হাঁটার সময় নেই। এখন মন্ত্রণালয় পরিপূর্ণ হয়েছে।

ফলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মন্ত্রণালয়ের দ্রুততার সাথে কাজ করবে।

এসময় ওয়াসার এমডিকে জবাবদিহিতা তৈরি করার আহবান জানান। বলেন, সমালোচনা থাকলেও সফলতার কারণেই তাকসিম এ খানকে বার বার ওয়াসার এমডি করা হয়েছে।

অনুষ্ঠানে ওয়াসার এমডি জানান, ঢাকা ওয়াসা লাভজনক অবস্থানে এসেছে। দ্রুত সময়ের মধ্যে একে ভর্তুকির বাইরে নিয়ে আসা হবে। লাভবান হওয়ায় এই প্রতিষ্ঠানকে শেয়ার মার্কেটে নিয়ে যাওয়ার আহবানও জানান তিনি।

news24bd.tv/FA