মাত্র এক শর্তে ট্রাম্পকে কিয়েভ সফরের আমন্ত্রণ জেলেনস্কির

ট্রাম্প ও জেলেনস্কি-ফাইল ছবি।

মাত্র এক শর্তে ট্রাম্পকে কিয়েভ সফরের আমন্ত্রণ জেলেনস্কির

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও ২০২৪ সালের নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  
শর্তটি হলো, ট্রাম্পকে ২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধ শেষ করতে হবে। শুক্রবার (১৯ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম দ্য পলিটিকো এই খবর জানিয়েছে।
অন্যদিকে ট্রাম্পের দাবি, তিনি হোয়াইট হাউসে ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন।

 
শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল ফোর নিউজকে জেলেনস্কি সাক্ষাৎকার দেওয়ার সময় ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সময়ে ট্রাম্পের এটি ‘রাজনৈতিক বার্তা’ হতে পারে। তবে আসলেই যদি ট্রাম্পের কাছে কোনো সমাধান থাকে  অবশ্যই তাকে বিষয়টি জানতে হবে এবং আমি সেজন্যই ট্রাম্পকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানাই। ’
এদিকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে আবার স্থলমাইন পোঁতা হয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা গত শনিবার ( ২০ জানুয়ারি) এ তথ্য জানায়।
সূত্র, এএফপি।
এর আগে ২০২৩ সালেও জেলেনেস্কি ট্রাম্পকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু ট্রাম্প সেই আমন্ত্রণ প্রত্যাখান করেছিলেন।  

news24bd.tv/ডিডি