ভারত থেকে মস্কোগামী উড়োজাহাজ আফগানিস্তানে নিখোঁজ: রাশিয়া

আফগানিস্তানের নোশাক পর্বত, ধারণা করা হচ্ছে এখানেই উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।ছবি-রয়টার্স

ভারত থেকে মস্কোগামী উড়োজাহাজ আফগানিস্তানে নিখোঁজ: রাশিয়া

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে গতকাল শনিবার ( ২০ জানুয়ারি)  রাতে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে । এ অভিযোগ করেছে রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। আজ রোববার ( ২১ জানুয়ারি) তারা জানিয়েছে, উড়োজাহাজটিতে ছয়জন আরোহী থাকতে পারেন। সূত্র রয়টার্স।

 

এদিকে আফগানিস্তানের স্থানীয় পুলিশ বলছে, গতকাল রাতে তারা একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে। রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজ চার্টার অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল।  

আফগানিস্তানে বিধ্বস্ত উড়োজাহাজটি ভারতীয় নয় বলে জানিয়েছে ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়। রোববার ভারতের পক্ষ থেকে জানানো হয় , এই উড়োজাহাজ রাশিয়ার নামে নিবন্ধিত।

 

এর আগে আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য বিভাগের প্রধান জাবিউল্লাহ আমিরি রয়টার্সকে বলেন, ‘উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তবে কোথায় এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। আমাদের এখান থেকে একটি দলকে পাঠিয়েছি। তারা এখনো সেখানে পৌঁছায়নি। ’
জাবিউল্লাহ আরও বলেন, সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে তাঁরা উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছেন।
বাদাখশান প্রদেশে হিন্দুকুশ পর্বতমালার অবস্থান। আফগানিস্তানের সর্বোচ্চ পর্বত মাউন্ট নোশাকের অবস্থানও সেখানে। নোশাক পর্বতটি ২৪ হাজার ৫৮০ ফুট উঁচু।

news24bd.tv/ডিডি