ইসরায়েলের প্রতি জার্মানির সমর্থনে রাশিয়ার উদ্বেগ

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

ইসরায়েলের প্রতি জার্মানির সমর্থনে রাশিয়ার উদ্বেগ

অনলাইন ডেস্ক

গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা নিয়ে জার্মানির সমর্থন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বক্তব্যে জানিয়েছেন, ইসরায়েলি গণহত্যার মামলায় জার্মানির অবস্থান নিয়ে রাশিয়া অবাক হয়নি। বরং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ওয়াশিংটনের 'নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক আদেশে' ইসরায়েলকে সমর্থন বাধ্যতামূলক হওয়ায় জার্মানির এমন সমর্থনকেও অনেকটা প্রত্যাশিতভাবেই গ্রহণ করেছে রাশিয়া।

ডিসেম্বরের শেষের দিকে, দক্ষিণ আফ্রিকা আইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে।

গণহত্যার অভিযোগ এনে ইহুশাসিত রাষ্ট্রটির বিরুদ্ধে অভিযোগে দক্ষিণ আফ্রিকা উল্লেখ করে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে গাজায় আকাশ ও স্থল বোমাবর্ষণে গণহত্যার অপরাধ জাতিসংঘের শান্তি কনভেনশন লঙ্ঘন করেছে।

দেশটি হেগের আদালতে দাবি জানিয়েছিল যেন ইসরায়েল অবিলম্বে গাজায় তাদের সামরিক অভিযান স্থগিত করে।

news24bd.tv/SC