রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্কে ইউক্রেনের হামলা, নিহত ২৭

দোনেৎস্কের একটি বাজারে ইউক্রেনের হামলা

রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্কে ইউক্রেনের হামলা, নিহত ২৭

অনলাইন ডেস্ক

রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্কে ইউক্রেনের হামলায় ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে ২৪ জনেরও অধিক। রোববার (২১ জানুয়ারি) দোনেৎস্কের মেয়র আলেক্সি কুলেমজিন এই হামলার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দোনেৎস্কের একটি বাজারে এই হামলা হয়েছে।

তিনি এই হামলাকে 'শহরটির জন্য কালোদিন' হিসাবে আখ্যা দিয়েছেন। রাশিয়ার বেসামরিক নাগরিক নিহত হওয়ায় এই হামলাকে ইউক্রেনের পক্ষ থেকে একটি কাপুরুষোচিত হামলা বলা হচ্ছে মস্কোর পক্ষ থেকে। এদিকে আহতদের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানা গেছে।

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এছাড়াও মস্কো থেকে এই হামলাকে ইউক্রেনের কাপুরুষোচিত হামলা বলে আখ্যা দেয়া হয়েছে।

এএফপির তথ্য অনুসারে, মস্কো ২০২২ সালে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলকে সংযুক্ত করার দাবি করেছে।  যদিও এই অঞ্চলের ওপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষই আক্রমণ বাড়িয়েছে।  

news24bd.tv/SC