মহেশপুরে চাচা-ভাতিজাকে গুলি করে হত্যা: আসামি গ্রেপ্তার

হত্যা মামলার আসামি আব্দুল জলিল

মহেশপুরে চাচা-ভাতিজাকে গুলি করে হত্যা: আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচা ও ভাতিজাকে গুলি করে হত্যা মামলার আসামি আব্দুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) ভোররাতে চুয়াডাঙ্গার হাসনহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল জলিল মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত আব্দার মন্ডলের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জমির হোসেন জানান, সংবাদের ভিত্তিতে জানতে পারে জোড়া হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল জলিল চুয়াডাঙ্গার হাসনহাটি গ্রামে অবস্থান করছে।

সে সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত বুধবার বিকেলে মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামে স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে চাচা-ভাতিজা শামীম ও মন্টুু মন্ডলকে গুলি হত্যা করে এবং সামছুল ইসলামকে গুলি আহত করে প্রতিপক্ষরা।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক