কুষ্টিয়ায় চালের দাম কমানোর আশ্বাস মিল মালিকদের

প্রতীকী ছবি

কুষ্টিয়ায় চালের দাম কমানোর আশ্বাস মিল মালিকদের

কুষ্টিয়া প্রতিনিধি

চালের দাম কমানোর আশ্বাস দিয়েছেন সরু চালের বৃহৎ মোকাম কুষ্টিয়ার খাজানগরের মিল মালিকরা। কুষ্টিয়ার জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিয়ম সভায় তারা এ আশ্বাস দেন।

রোববার(২১ জানুয়ারি) বিকেল চারটায় শুরু হওয়া সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হট্টগোল করেন বাংলাদেশে চাল নিয়ে কারসাজির অন্যতম হোতা বলে খ্যাত আব্দুর রশিদ।

কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অংশ নেন চালকল মালিক, আমদানীকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভা শেষে জেলা প্রশাসক মিল পর্যায়ে ৬২ টাকা ও খুচরা পর্যায়ে ৬৪ টাকা কেজি সরু চাল বিক্রির প্রাথমিক দর নির্ধারণ করে দেন। তিনি বলেন, এর বেশি দরে কেউ বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে চালের দাম আরও কমবে।

news24bd.tv/ab