ট্রাম্পের জন্য নাম প্রত্যাহার করলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী রন ডিস্যান্টিস

মার্কিন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পদপ্রার্থী রন ডিস্যান্টিস

ট্রাম্পের জন্য নাম প্রত্যাহার করলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী রন ডিস্যান্টিস

অনলাইন ডেস্ক

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ২০২৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) ডি স্যান্টিস জানান, তার বিজয়ের পথ এখনো পরিষ্কার নয়। যদিও ডিস্যান্টিসকে একসময় শক্ত প্রতিপক্ষ হিসাবেই ধরা হত। কিন্তু নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রাথমিক নির্বাচনকে কেন্দ্র করে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবিসি'র এক প্রতিবেদন থেকে জানা যায়।

নিজের সাত মাসব্যাপী ক্যাম্পেইনের ইতি টেনে সামাজিক যোগাযোগম্যাধ্যম এক্স হ্যান্ডেলে এক ভিডিওবার্তায় ডিস্যান্টিস জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পই এখনো এগিয়ে আছেন। বেশিরভাগ রিপাবলিকান ভোটার ট্রাম্পকেই ভোট দিতে চান বলেও উল্লেখ করেন তিনি।

এসময় ট্রাম্পকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে 'সুপিরিয়র' হিসাবে আখ্যা দেন ডিস্যান্টিস।  তাই তিনি রিপাবলিকান দলের বিজয় সুনিশ্চিতে নিজের জায়গা ছেড়ে দিচ্ছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন দলটির নেতা রন ডিস্যান্টিস।  

news24bd.tv/SC