বিধ্বস্ত রাশিয়ান উড়োজাহাজের ৪ যাত্রীকে আফগানিস্তানে জীবিত উদ্ধার

আফগানিস্তানে বিধ্বস্ত রাশিয়ান উড়োজাহাজ

বিধ্বস্ত রাশিয়ান উড়োজাহাজের ৪ যাত্রীকে আফগানিস্তানে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোগামী উড়োজাহাজটি আফগানিস্তানে বিধ্বস্ত হওয়ার পর সেখান থেকে ৪ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

যদিও বাকি দুজন যাত্রীর ব্যাপারে এখনো স্পষ্ট করে কিছু বলেনি রাশিয়া। আফগানিস্তানে অবস্থিত রাশিয়ার দূতাবাস এসব তথ্য নিশ্চিত করেছে।

এদিকে আফগানিস্তানের তালেবান প্রাদেশিক সরকারের দুজন কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত ৪ ব্যক্তি তালেবান প্রশাসন কর্মকর্তাদের হেফাজতে আছেন।

পাহাড়ি দুর্গম এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

আফগানিস্তানের স্থানীয় পুলিশ বলছে, গতকাল রাতে তারা একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে। রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজ চার্টার অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল।  

উল্লেখ্য, আফগানিস্তানে বিধ্বস্ত উড়োজাহাজটি ভারতীয় নয় বলে জানিয়েছিল ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়।

রোববার ভারতের পক্ষ থেকে জানানো হয় , এই উড়োজাহাজ রাশিয়ার নামে নিবন্ধিত। এরপর থেকেই উড়োজাহাজটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্তে তৎপর হয় রাশিয়া।  

news24bd.tv/SC