রাম মন্দিরের উদ্বোধন: ১০০ সিনেমার শুটিং বাতিল

রাম মন্দিরের উদ্বোধন: ১০০ সিনেমার শুটিং বাতিল

অনলাইন ডেস্ক

বহুল প্রতীক্ষিত ভারতের অযোধ্যায় আজ উদ্বোধন হতে যাচ্ছে রাম মন্দির। সোমবার (২২ জানুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মীয় রীতি মেনে রাম লালার মূর্তির ‘প্রাণ প্রতিষ্ঠা’ করবেন। সে উপলক্ষে ১০০ সিনেমার শুটিং বাতিল করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ (এফডব্লিউআইসিই)।

ভারতে ১০০ সিনেমার শুটিং বাতিলের বিষয়ে এফডব্লিউআইসিই’র সভাপতি বিএন তিওয়ারি বলেন, ‘ সমস্ত কর্মীদের ছুটি দিয়ে ২২ জানুয়ারি সবার জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

আজকে প্রায় ১০০টি সিনেমার শুটিং বাতিল করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শুটিংয়ের জন্য বৈধ কারণসহ অনুরোধ পত্র পাওয়ার পর শুটিংয়ের অনুমতির বিষয়টি বিবেচনা করা হয়েছে। ’

রামমন্দির উদ্বোধনের আগেই সেখানে ছুটে গেছেন বলিউডের একঝাঁক তারকা। বলিউড থেকে এ তালিকায় রয়েছেন- অমিতাভ বচ্চন, অনুপম খের, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, অজয় দেবগন, সানি দেওল প্রমুখ।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে থাকবেন সুপারস্টার রজনীকান্ত, প্রভাস, যশ, ঋষভ শেঠি, ধানুশ প্রমুখ।

news24bd.tv/TR