দোনেৎস্কে হামলায় নিহত বেড়ে ২৭: জাতিসংঘের নিন্দা

দোনেৎস্কের হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন

দোনেৎস্কে হামলায় নিহত বেড়ে ২৭: জাতিসংঘের নিন্দা

অনলাইন ডেস্ক

রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্কে ইউক্রেনের হামলায় ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে ২৪ জনেরও অধিক। রোববার (২১ জানুয়ারি) এই হামলার খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা আরটি।

বেসামরিক নাগরিকদের উপর করা এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস।

এক বিবৃতিতে তিনি জানান, বেসামরিক নাগরিক, স্থাপনার উপর করা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে মানবাধিকার মেনে এসব হামলা বন্ধ করা হোক।

এছাড়াও মস্কো থেকে এই হামলাকে ইউক্রেনের কাপুরুষোচিত হামলা বলে আখ্যা দেয়া হয়েছে।  

উল্লেখ্য, দোনেৎস্কের একটি ব্যস্ত বাজারে করা ইউক্রেনের এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে আজ ২৭ জনে ঠেকেছে।

আহতদের সংখ্যা বেড়েই চলছে।

news24bd.tv/SC

এই রকম আরও টপিক