ময়মনসিংহে ১১ আসনে ১১৯ মনোনয়ন জমা

মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা।

ময়মনসিংহে ১১ আসনে ১১৯ মনোনয়ন জমা

সৈয়দ নোমান, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ১১টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১১৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগের নয়জন, বিএনপির ২৭ জন, জাতীয় পার্টির সাতজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নয়জন, কৃষক শ্রমিক জনতা লীগের ছয়জন, জাকের পার্টির ছয়জন, সিপিবির দুইজন, জাসদ-ইনুর দুইজন, গণফোরামের একজন, নাগরিক ঐক্যের একজন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির দুইজন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন, ইসলামী ঐক্যজোটের একজন, ন্যাশনাল পিপলস পার্টির তিনজন, ডেমোক্রেটিক লীগের একজন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালাইন্স-এনডিএ’র একজন, ন্যাপের একজন, তরিকত ফেডারেশনের একজন, ওয়াকার্স পাটির একজন, খেলাফত মজলিসের একজন, গণফ্রন্টের একজন ও জামায়াতের একজন, স্বতন্ত্র চারজন মনোনয়ন পত্র দাখিল করেন।

এছাড়াও আওয়ামী লীগের ১২জন ও বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আসন ওয়ারি মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আ.লীগের  

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া): জুয়েল আরেং (আ.লীগ), অ্যাডভোকেট আফজাল এইচ খান (বিএনপি), সৈয়দ এমরান সালেহ প্রিন্স (বিএনপি), আলী আসগর (বিএনপি) ও সালমান ওমর রুবেল (বিএনপি), হুমায়ুন মো. আব্দুুুল্লাহ আল হাদী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), বাবুল দেবনাথ ও আব্দুস সালাম (কৃষক শ্রমিক জনতা লীগ)।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা): শরীফ আহমেদ (আ.লীগ), শাহ শহীদ সারোয়ার (বিএনপি) ও অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ (বিএনপি), মুফতি গোলাম মওলা ভূইয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (নাগরিক ঐক্য) ও মাওলানা তৈয়বুর রহমান (ইসলামী ঐক্যজোট)।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর): নাজিম উদ্দিন আহামেদ (আ.লীগ), ডা. মতিউর রহমান (আ.লীগ বিদ্রোহী), এ কে এম আব্দুর রফিক (আ.লীগ বিদ্রোহী), আলী আহম্মদ খান পাঠান সেলভী (আ.লীগ বিদ্রোহী), নাজনীন আলম (আ.লীগ বিদ্রোহী), শরীফ হাসান অনু (আ.লীগ বিদ্রোহী), ড. সামিউল আলম লিটন (আ.লীগ বিদ্রোহী),  মোর্শেদুজ্জামান সেলিম (আ.লীগ বিদ্রোহী), ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন (বিএনপি), আহাম্মদ তায়েবুর রহমান হিরণ (বিএনপি) ও ডা. মো. আবদুস সেলিম (বিএনপি), হারুন আল বারী (সিপিবি), আব্দুল মতিন মাস্টার (ন্যাপ), আইয়ুব আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), গোলাম মোহাম্মদ (জাকের পার্টি) ও প্রাণেশ পন্ডিত (তরিকত ফেডারেশন)।

ময়মনসিংহ-৪ (সদর): বেগম রওশন এরশাদ (জাতীয় পার্টি), ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন (বিএনপি), মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (বিএনপি) ও দেলোয়ার হোসেন খান দুলু (বিএনপি), অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত (সিপিবি), মো. হামিদুল ইসলাম (ন্যাশনাল পিপলস পাটি-এনপিপি) ও আবু সায়িদ মহিউদ্দিন আহমদ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালাইন্স-এনডিএ)।

ময়মনসিংহ-৫ (মুক্তাাগছা): কে এম খালিদ বাবু (আ.লীগ), সালাহউদ্দিন আহামেদ মুক্তি (জাতীয় পার্টি), মোহাম্মদ জাকির হোসেন বাবলু (বিএনপি), জাকির হোসেন বাবুল (ওয়াকার্স পার্টি-মেনন), জহিরুল ইসলাম (জাকের পার্টি), হাকিম মঞ্জুরুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মুফতি হাবিবুর রহমান (খেলাফত মজলিস), সামান মিয়া (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি), শাহিনুল আলম ও সোহেল মিয়া (কৃষক শ্রমিক জনতা লীগ), মোস্তফা কামাল (স্বতন্ত্র)।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া): অ্যাডভোকেট মোসলেম উদ্দিন (আ.লীগ), ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ (বিএনপি) ও মো. আকতারুল আলম ফারুক (বিএনপি), অধ্যাপক জসিম উদ্দিন (জামায়াত-স্বতন্ত্র), খন্দকার রফিকুল ইসলাম (জাতীয় পার্টি), শফিকুল ইসলাম মিন্টু (জাসদ-ইনু), মো. নুরুল আলম সিদ্দিকী (ইসালমী আন্দোলন বাংলাদেশ), মো. বিল্লাল হোসেন (কৃষক শ্রমিক জনতা লীগ)।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল): বেগম রওশন এরশাদ (জাতীয় পার্টি), হাফেজ রুহুল আমিন মাদানী (আ.লীগ), ডা. মাহবুবুর রহমান লিটন (বিএনপি), জয়নাল আবেদীন (বিএনপি) ও আমিন সরকার (বিএনপি), মাওলানা আজিজুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোস্তফা আমীর ফয়সল (জাকের পার্টি) ও আব্দুর রাজ্জাক রাজ (স্বতন্ত্র)।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): ফখরুল ইমাম (জাতীয় পার্টি), সৌমেন্দ্র কিশোর রায় চৌধুরী (আ.লীগ বিদ্রোহী), শাহ নুরুল কবির শাহীন (বিএনপি) ও লুৎফুল্লাহেল মাজেদ বাবু (বিএনপি), রুহুল আমিন মাস্টার (বিএনপি-বিদ্রোহী), মাহমুদ হাসান সুমন (আ.লীগ বিদ্রোহী), অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান (গণফোরাম), সাইফুদ্দিন আহাম্মেদ মনি (ডেমোক্রেটিক লীগ), মোহাম্মদ হাবিবুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খিজির হায়াত খান (কৃষক শ্রমিক জনতা লীগ) ও আবুল বাসার (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি)।

ময়মনসিংহ-৯ (নান্দাইল): আনোয়ারুল আবেদিন খান তুহিন (আ.লীগ), মেজর জেনারেল অবৎ. আব্দুস সালাম (আ.লীগ বিদ্রোহী), খুররম খান চৌধুরী (বিএনপি) ও মো. ইয়াসের খান চৌধুরী (বিএনপি), অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহামেদ (জাসদ-ইনু), মুফতি সাইদুর রহমান (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), মো. আলমগীর কবির উজ্জ্বল খান (কৃষক শ্রমিক জনতা লীগ), শফিকুল আলম (জাকের পার্টি), লতিফুল বারী হামিম (গণফোরাম), মো. আব্দুল কাদির (স্বতন্ত্র) ও মো. শহিদুল্লাহ (স্বতন্ত্র)।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও): ফাহমি গোলন্দাজ বাবেল (আ.লীগ), মো. ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল (আ.লীগ বিদ্রোহী), এ বি সিদ্দিকুর রহমান (বিএনপি) ও আকতারুজ্জামন বাচ্চু (বিএনপি), ক্বারী হাবিবুল্লাহ বেলালী (জাতীয় পার্টি), মজিবর রহমান (জাতীয় পার্টি), এস এম মোরশেদ (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি), দ্বীন ইসলাম (গণফ্রন্ট), নুরুদ্দিন (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি) ও মাওলানা জয়নাল আবেদিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

ময়মনসিংহ-১১ (ভালুকা): কাজিম উদ্দিন আহামেদ ধনু (আ.লীগ), ফকরুদ্দিন আহমদ বাচ্চু (বিএনপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল (বিএনপি) ও মোর্শেদ আলম (বিএনপি), অ্যাডভোকেট আমানউল্লাহ সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও নাজমা আক্তার (জাকের পার্টি)।

(নিউজ টোয়েন্টিফোর/নোমান/তৌহিদ)

সম্পর্কিত খবর