ঢাকার তাপমাত্রা কম থাকবে আরও একদিন

ঢাকার তাপমাত্রা কম থাকবে আরও একদিন

নিজস্ব প্রতিবেদক

মৌসুমে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকার তাপমাত্রা কম থাকবে আরও একদিন।

সোমবার (২২ জানুয়ারি) সকালে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আগামী  ২৪-২৫ তারিখের দিকে বৃষ্টি হলে রাজধানীর ও আশপাশের তাপমাত্রা কিছুটা বাড়বে।

এদিকে, দিনাজপুর ও নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ রেকর্ড করা হয়েছে।

তবে জানুয়ারির গত ৩ তারিখে ৭ দশমিক ৪ তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুঁলিয়ায়।

আরও পড়ুন : সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঢাকা, জনজীবনে স্থবিরতা

আবহাওয়া খবরে বলা হয়, দেশের ১৬-১৭টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, এটা অব্যাহত থাকবে পুরো মাসজুড়ে।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় রাজধানীতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। এমতাবস্থায় ভোগান্তিতে পড়েছে বেশিরভাগ চাকরিজীবী ও শিক্ষার্থীরা।

এছাড়া দিনমজুররা হয়ে পড়েছে অসহায়। কাজে বের হতে না পেরে দিন চালানোই কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের জন্য।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, আগামী ২৪-২৫ তারিখের দিকে ঢাকার দক্ষিণের জেলাগুলোসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ আসতে পারে।

তিনি জানান, রাজশাহী, রংপুর বিভাগের সব জেলাতেই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলবে আরও কয়েকদিন। আগামীকাল দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক