আজ ২০ মে। ঐতিহাসিক চা শ্রমিক বা মুল্লুকে চলো দিবস। দিবসটি সিলেটসহ সারাদেশের চা বাগানগুলোতে নানা আয়োজনে পালিত হবে। এই দিনের ঐতিহাসিক গুরুত্ব বেশ তাৎপর্যপূর্ণ। ১৯২১ সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয় চা শ্রমিকদের। এরপর থেকে চা-শ্রমিকরা চা-শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছেন এই দিনটি। চা শিল্প সংশ্লিষ্টরা জানান, পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে চীন ছাড়া পৃথিবীর অন্য কোথাও চায়ের প্রচলন ছিলো না। ১৮৫৪ সালে পরীক্ষামূলকভাবে সিলেটের মালিনীছড়া চা বাগানে চা চাষ শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেসময় বৃহত্তর সিলেটে চা বাগান তৈরির জন্য ভারতের আসাম, উড়িশা, বিহার, উত্তর প্রদেশসহ বিভিন্ন...
আজ ঐতিহাসিক চা শ্রমিক দিবস, ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্তির দিন
অনলাইন ডেস্ক

আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক

নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম দুই দিনের সফরে আজ মঙ্গলবার (২০ মে) ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (২০ মে) ঢাকায় আসবেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী। দুই দিনের বাংলাদেশ সফরে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। ঢাকা সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পরিবেশ বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও তার সফরে রোহিঙ্গা সমস্যা প্রাধান্য পাবে। নরওয়ের প্রতিমন্ত্রীর সফরে আলোচনার বিষয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা...
এখনো রাস্তায় পড়ে আছে দামি ব্র্যান্ডের গাড়িগুলো, মালিক কে?
নিজস্ব প্রতিবেদক

সরকারি সড়কের পাশে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে অডি, বিএমডব্লিউ, ল্যান্ড রোভার, ভলভো ও টয়োটাসহ বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের গাড়ি। দীর্ঘদিন ধরে পড়ে থাকা গাড়িগুলোর মালিকানা নিয়ে রয়েছে রহস্য। মূলত এ রহস্য উন্মোচনে গতকাল সোমবার (১৯ মে) তেজগাঁও বাণিজ্যিক এলাকায় দুদকের প্রধান কার্যালয় থেকে ওই অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম। অবৈধ পন্থায় শুল্কমুক্তভাবে কারনেট সুবিধা সংবলিত গাড়ি আনয়ন করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। দুদক জানায়- অভিযানকালে দেখা যায়, অডি, বিএমডব্লিউ, ল্যান্ড রোভার, ভলভো ও টয়োটাসহ বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের গাড়ি সরকারি রাস্তার পাশে লাল কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দীর্ঘদিন ধরে ফেলে রাখা...
১৭ জেলায় বজ্রপাতের পূর্বাভাস, যে ৯ পরামর্শ আবহাওয়া অফিসের
অনলাইন ডেস্ক

দেশের ১৭ জেলায় বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সর্তকতাও জারি করেছে সংস্থাটি।সোমবার (১৯ মে) রাত ১০টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, নাটোর, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, চাঁদপুর, বরিশাল, কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী জেলাসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। পাশাপাশি বজ্রপাতের সময় কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শও দিয়েছে আবহাওয়া অফিস। পরামর্শগুলো হচ্ছে- ১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন। ২. জানালা ও দরজা বন্ধ রাখুন। ৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন। ৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন। ৫. গাছের নিচে আশ্রয় নেবেন না। ৬. কংক্রিটের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর