গাজীপুরের খাদ্য উৎপাদন কারখানায় শ্রমিক বিক্ষোভ

শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। ছবি: সংগৃহীত

গাজীপুরের খাদ্য উৎপাদন কারখানায় শ্রমিক বিক্ষোভ

অনলাইন ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি খাদ্যপণ্য উৎপাদন কারখানার শ্রমিকরা সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ শুরু করে। এসময়ের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে মৌচাক এলাকায় কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

পোশাক কারখানাগুলো সরকার ঘোষিত বেতন বাস্তবায়ন করলেও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোকোলা ফুড পোডাক্ট লিমিটেড কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সেই মজুরি বাস্তবায়ন করেনি।

সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করে।

কিন্তু শ্রমিকরা পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকলে পুলিশ শ্রমিকদের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

news24bd.tv/DHL