আল্লাহর ঘরে গিয়েও আপনারা দখল-বেদখল করেন: স্বরাষ্ট্রমন্ত্রী 

আসাদুজ্জামান খান কামাল

আল্লাহর ঘরে গিয়েও আপনারা দখল-বেদখল করেন: স্বরাষ্ট্রমন্ত্রী 

অনলাইন ডেস্ক

উত্তরার একটি মসজিদে রোববার (২১ জানুয়ারি) রাতে জুবায়ের ও সাদ পন্থীদের মধ্যে উত্তেজনার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আল্লাহর ঘরে গিয়েও আপনারা দখল-বেদখল করেন। এতে আমাদের মাথা লজ্জায় নত হয়ে যায়।  

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে বিশ্ব ইজতেমা ময়দানে আয়োজিত প্রস্তুতি সংক্রান্ত ফলোআপ সভায় তিনি এ কথা বলেন।  

এ সময় জুবায়ের ও সাদ দুই পন্থীকেই একত্রে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘রেষারেষি ভুলে আবারও ইজতেমার সেই ঐতিহ্য ফিরিয়ে আনুন। প্রতিবার প্রথম গ্রুপের আয়োজন শেষে সব ভেঙে নিয়ে যায়। এ থেকে বিরত থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খল উৎসব মুখর ধর্মীয় আয়োজনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।  

আসাদুজ্জামান খান বলেন, ইজতেমায় অংশ নেওয়া বিদেশিদের ভিসাসহ সব বিষয়ে সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দুই গ্রুপের বিভেদ ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানান।  

আর পুলিশপ্রধান বলেন, অনুমতি ছাড়া দিয়াবাড়িতে ইজতেমার আয়োজন করলে সেটা উচ্ছেদ করা হবে। তিনি বলেন, ইজতেমার সময় মুসল্লিদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি হকার ঠেকাতেও কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

news24bd.tv/আইএএম