ঝিনাইদহে শীতে বিপর্যস্ত জনজীবন

খড়কুটে জ্বালিয়ে আগুন করে শীত নিবারণের চেষ্টা

ঝিনাইদহে শীতে বিপর্যস্ত জনজীবন

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে তীব্র শীতে জনজীবন বিপর্যন্ত। কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে পথ-ঘাট। এতে করে কাহিল হয়ে পড়েছে খেটে খাওয়া দরিদ্র মানুষজন। গত দুদিন আগের বৃষ্টিপাতের পর কনকনে ঠান্ডার সাথে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।

দুপুর পর্যন্ত সুর্যের দেখা মিলছে না। শহর ও গ্রামগঞ্জের মানুষ  খড়কুটে জ্বালিয়ে আগুন করে শীত নিবারণের চেষ্টা করছেন।  

ঝিনাইদহে আবহাওয়া অফিস না থাকলেও স্মার্ট ফোনে ভোরে ৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্র ও সূর্য উঠার পরে ১৬ ডিগ্রী সেলসিয়াস দেখিয়েছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরম কাপড় সংগ্রহে নিম্নআয়ের মানুষরা পায়রা চত্বর মোড়ের খোকা মিয়া মার্কেটের কাপড়ের বাজারে ভিড় করছেন।

এদিকে শীতের তীব্রতার কারণে শীতজনিত রোগের প্রার্দুভাব বেড়েছে।  

ঝিনাইদহ আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আনায়ারুল ইসলাম জানান, শীতজনিত রোগে সবচেয়ে বেশী আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ বয়সীরা। সেই সাথে শিশু অথবা বৃদ্ধ বয়সীরা যদি ঠান্ডা রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে। হাত মুখ পরিস্কার পরিছন্ন রাখতে হবে এবং সব সময় হাত ও পা গরম রাখার চেষ্টা করতে হবে। এক কথায় ঠান্ডাজনিত রোগ থেকে রেহায় পেতে সর্তক থাকতে হবে।

news24bd.tv/কেআই