নরসিংদীর ৫ আসনে মোট ৩৫ মনোনয়ন দাখিল

মনোনয়ন জমা দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী হুমায়ূন

নরসিংদীর ৫ আসনে মোট ৩৫ মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেক, নরসিংদী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে মোট ৩৫টি মনোনয়ন জমা পড়েছে। এদিকে শিবপুর ও পলাশ দুইটি আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে।

নরসিংদী সদর-১ আসনে মোট মনোনয়ন জমা পড়েছে সাতটি তারা হলেন- আ.লীগের মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় পাটির শাফিকুল ইসলাম, গণফ্রন্টের জাকির হোসেন, ইসলামী ঐক্য জোটের মাওলানা ইসহাক, জাকের পাটির অ্যাডভোকেট আরিফ, কাউছার আহমেদ হালিম(স্বতন্ত্র)।

নরসিংদী ২ আসনে পলাশে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- আওয়ামী লীগের ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ড. আব্দুল মঈন খান, জাসদের জায়েদুল কবির, যুক্তফ্রন্টের অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান, বিএনএফের ছাবিকুর নাহার উর্মি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আরিফুল হক, জাতীয় পাটির আজম খান এবং আওয়ামী লীগের বিদ্রোহী আলতামাস কবির মিশু এবং ইঞ্জিনিয়ার মহসিন (স্বতন্ত্র)।

নরসিংদী ৩ শিবপুরে মনোনয়ন দাখিল করেছেন সাতজন প্রাথী তারা হলেন- আ.লীগের মনোনীত প্রাথী জহিরুল হক ভুইয়া মোহন বিএনপির 
অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মনজুর এলাহী আকরাম হোসেন মিন্টু, আওয়ামী লীগের বিদ্রোহী বতর্মন এমপি সিরাজুল ইসলাম মোল্লা, যুক্তফ্রন্টের হায়দার আফরিক, দুলাল মিয়া(স্বতন্ত্র)।

নরসিংদী ৪ (মনোহরদী-বেলাব) আসেনর মনোনয়ন জমা দিয়েছেন সাতজন প্রাথী। তারা হলেন- আওয়ামী লীগের অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিএনপির অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, জাতীয় ঐক্য ফ্রন্টের সানাউল হক নীরু, ন্যাশনাল পিপলস পাটির দোলোয়ার হোসেন খোকন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির চন্দন ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা মুজিবর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নরসিংদী ৫ রায়পুরা মনোনয়ন জমাদিয়েছেন পাঁচজন প্রাথী তারা হলেন- করেছেন আ.লীগের রাজিউদ্দিন আহমেদ রাজু, বিএনপির আশরাফ উদ্দিন বকুল, এক নেছার উদ্দিন, ঐক্যফ্রন্টের নাজমুল হক শিকদার।

জাকের পাটির সৈয়দ জাহাঙ্গীর আলম।

(নিউজ টোয়েন্টিফোর/সুমন/তৌহিদ)

সম্পর্কিত খবর