সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি হলেন খন্দকার মোশাররফ

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি হলেন খন্দকার মোশাররফ

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি হলেন খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উন্নত চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুরে গিয়েছেন। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিউরো বিভাগে ভর্তি হয়েছেন তিনি।

সোমবার (২২ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, উন্নত চিকিৎসার জন্য গতরাতে (রোববার) সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকা ত্যাগ করেন।

সোমবার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ৬টায় সেখানে পৌঁছান তিনি।

তিনি বলেন, সেখানে গিয়ে সরাসরি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিউরো বিভাগে ভর্তি হয়েছেন ড. মোশাররফ। তার আরোগ্যের জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে ফেরেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

সে যাত্রায় প্রায় আড়াই মাস সিঙ্গাপুরে থেকে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

ব্রেন স্ট্রোক করে গত বছরের ১৮ জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা। এরপর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন সিঙ্গাপুরে যান তিনি। সেবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা ড. খন্দকার মোশাররফ।

news24bd.tv/aa