দেশের সর্বনিম্ন তাপমাত্রা দুই জেলায়

সংগৃহীত ছবি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দুই জেলায়

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে তাপমাত্রা আরও কমেছে। আজ মঙ্গলবার দেশের দুই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকালে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে গণমাধ্যমে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এদিন পঞ্চগড়ের তাপমাত্রা ছিলো ৭ ডিগ্রি সেলসিয়াস।

এ আবহাওয়াবিদ জানান, উত্তরাঞ্চলসহ দেশের অনেক জায়গায় আগামী কয়েক দিন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পঞ্চগড় মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর ৬টায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

news24bd.tv/FA