খুলনাসহ ৫ জেলায় প্রাথমিকে পাঠদান বন্ধ

খুলনাসহ ৫ জেলায় প্রাথমিকে পাঠদান বন্ধ

নিজস্ব প্রতিবেদক

তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যাওয়ায় খুলনা বিভাগের ৫ জেলায় প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রাথমিকের খুলনা বিভাগীয় উপ পরিচালক মো. মোসলেম উদ্দিন এই নির্দেশনা প্রদান করেন। অন্য জেলাগুলো হচ্ছে- যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা।

আরও পড়ুন : দেশের সর্বনিম্ন তাপমাত্রা দুই জেলায়

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম বলেন, মঙ্গলবার ভোর ৬ টায় খুলনার তাপমাত্রা ৯.৬ রেকর্ড করা হয়।

নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এ কারণে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে না আসা পর্যন্ত খুলনা জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

একইসাথে আবহাওয়া স্বাভাবিক (১০ ডিগ্রি) না হওয়া পর্যন্ত যশোর, মেহেরপুর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমও বন্ধ থাকবে বলে প্রাথমিকের বিভাগীয় উপ পরিচালক নিশ্চিত করেছেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক