আখেরি মোনাজাতের দিন মুসল্লিদের জন্য থাকছে স্পেশাল ট্রেন

মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন পাঁচটি স্পেশাল ট্রেন বরাদ্দ করবে রেলওয়ে।

আখেরি মোনাজাতের দিন মুসল্লিদের জন্য থাকছে স্পেশাল ট্রেন

অনলাইন ডেস্ক

মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন পাঁচটি স্পেশাল ট্রেন বরাদ্দ করবে রেলওয়ে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রেলভবনের সভাকক্ষে বিশ্ব ইজতেমা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ ঘোষণা দেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

মন্ত্রী জানান, সকল আন্তঃনগর মেইল ও কমিউটার ট্রেনে অতিরিক্ত কোচ থাকবে। ট্রেনগুলো টঙ্গি স্টেশনে ৩ মিনিট করে অবস্থান করবে।

এবারের ইজতেমার প্রথম পর্ব (জোবায়ের) অনুষ্ঠিত হবে ২-৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব (সাদ) অনুষ্ঠিত হবে ৯-১১ ফেব্রুয়ারি।

এর আগে সোমবার (২২ জানুয়ারি) বিকেলে গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠসংলগ্ন বাটা রোডে বিশ্ব ইজতেমার প্রস্তুতি সংক্রান্ত সভায় কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমা বাংলাদেশের জন্য একটি ইতিহাস। এ ইজতেমায় অনেক বিদেশি মুসল্লি আসেন।

তাদের জন্য ভিসা প্রসেসিং দ্রুত ও সহজ করতে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, তাবলিগ জামাতের দুটি পক্ষের বিরোধ দুঃখজনক। আপনাদের মনোভাব পরিবর্তন হয়নি। দুই পক্ষ যদি একসঙ্গে খেতে পারতেন, আমরা খুশি হতাম। তাদের মেলানোর দায়িত্বটা ধর্মমন্ত্রীকে দিলাম। তিনি ভবিষ্যতে তাদের মিলিয়ে দিবেন।

news24bd.tv/ab