ই-কমার্সে প্রতারিত গ্রাহকরা কীভাবে টাকা ফেরত পাবে প্রশ্ন আপিল বিভাগের

সংগৃহীত ছবি

ই-কমার্সে প্রতারিত গ্রাহকরা কীভাবে টাকা ফেরত পাবে প্রশ্ন আপিল বিভাগের

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান ও এমএলএম কোম্পানির বিনিয়োগের পর আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত পাওয়ার উপায় জানতে চেয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে-টু-ইউ সংক্রান্ত এক শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগে বিচারপতি এম ইনায়েতুর রহিম দুদকের আইনজীবীর কাছে এই প্রশ্ন রাখেন।

দুদকের পক্ষে শুনানি করা সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খানের কাছে আদালত জানতে চান, গ্রাহকদের টাকা তো তাদের ফেরত পেতে হবে। সেক্ষেত্রে ইউনিপে-টু-ইউ, ইভ্যালি, আলিশা মার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আটকে থাকা টাকা গ্রাহকরা ফেরত পাবেন কিভাবে?

উল্লেখ্য, ইকমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের হিসাবে, এ খাতে কাজ করছে ১৬শর বেশি ই-কমার্স প্রতিষ্ঠান।

যাদের শৃঙ্খলার আওতায় আনতে কাজ করছে সরকার।  বিপুল টাকা বিনিয়োগ করে নি:স্ব হওয়া গ্রাহকরা অনেকদিন ধরেই বলে আসছেন কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলেও ক্ষতিপূরণের দায় নিচ্ছে না সরকার।  

news24bd.tv/SC