ড. ইউনূসের সাজার নথি দিচ্ছে না আদালত, আইনজীবীর অভিযোগ

আদালত প্রাঙ্গণে ড. মুহাম্মদ ইউনূস- ছবি সংগৃহীত।

ড. ইউনূসের সাজার নথি দিচ্ছে না আদালত, আইনজীবীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

শ্রম আইন লঙ্ঘনের দায়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দেয়া সাজার বিরুদ্ধে আপিল করতে প্রয়োজনীয় নথিপত্র শ্রম আদালত থেকে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার আইনজীবী।

মঙ্গলবার সাংবাদিকদের কাছে তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, রায় ঘোষণার ১০ দিন পর রায়ের কপি হাতে পেয়েছেন। কিন্তু এখনো মামলার অন্যান্য নথিপত্র দিতে গড়িমসি করা হচ্ছে।

মূলত ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এমনকি শ্রম আইনের ব্যত্যয় ঘটিয়ে এক মাসের মধ্যে আপিলের শর্তে জামিন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে তার এসব বক্তব্য আদালত অবমাননার শামিল বলে মনে করেন কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান। গত পহেলা জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করে শ্রম আদালত।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক