সিরাজগঞ্জে আরও দুদিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

সিরাজগঞ্জে আরও দুদিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

সিরাজগঞ্জ প্রতিনিধি

হাঁড় কাঁপানো শীতের কারণে সিরাজগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান আরও দুদিন বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা অফিস। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে।  

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জে ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ কারণে দুপুরে জেলার ১৬৭১টি প্রাথমিক, ৩৮৮টি মাধ্যমিক ও ১৯২টি মাধ্যমিক স্তরের মাদ্রাসা ২৪ ও ২৫ জানুয়ারি বন্ধ ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্ম কর্তারা।

 

এদিকে, শীতের কারণে সিরাজগঞ্জের মানুষের জনজীবনে ছন্দপতন ঘটেছে। হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।  

অন্যদিকে, দুপুরে দিকে জেলায় রোদের দেখা মেলায় মানুষের মধ্যে কিছু স্বস্তিতা ফিরে এসেছে।

সিরাজগঞ্জের বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯ টায় তাপমাত্রা কমে দাঁড়ায় ৬ দশমিক ৬ ডিগ্রিতে। সিরাজগঞ্জের উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।  

অন্যদিকে, তাড়াশের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এ অঞ্চলে এটি সর্বনিম্ন তাপমাত্রা।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আফসার আলী জানান, ১০ ডিগ্রি নিচে তাপমাত্রা নেমে আসায় সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

news24bd.tv/ab