গাজায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস। ছবি: রয়টার্স

গাজায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

অনলাইন ডেস্ক

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস আবারও গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

এ সময় জাতিসংঘের মহাসচিব ইসরায়েলের আশদোদ বন্দর হয়ে ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার ব্যবস্থা আবার চালু করার দাবি জানান।

তিনি বলেন, আমাদের (জাতিসংঘে সহায়তাকারীদের) গাজার উত্তরাঞ্চলে প্রবেশাধিকার দরকার।

তিনি জানান, জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে গাজার উত্তরাঞ্চলে মানবিক সহায়তা পৌছে দেওয়ার ২৯টি অভিযান (মিশন) পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে মাত্র সাতটি সম্পূর্ণ কিংবা আংশিক শেষ হয়েছে।  

জাতিসংঘের মহাসচিব বলেন, সামরিক অভিযানের সময় আটক ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি বাহিনীর সদস্যরা অমানবিক আচরণ করেছেন।

এমন প্রতিবেদন আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। সামরিক অভিযানের সময় আটক ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি সেনাদের অমানবিক আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেন গুতেরেস।

গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সে সময় প্রায় ১০০ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারগুলোয় আগে থেকে আটক কয়েক শ ফিলিস্তিনি মুক্তি পান।

তিন মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় এরই মধ্যে গাজায় ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ১৯ লাখের বেশি মানুষ।

news24bd.tv/DHL