স্থানীয় সরকারে প্রতীক না দেয়ার সিদ্ধান্ত নতুন নয় : পররাষ্ট্রমন্ত্রী

নবকুমার ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান পরাষ্ট্রমন্ত্রী।

স্থানীয় সরকারে প্রতীক না দেয়ার সিদ্ধান্ত নতুন নয় : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হুট করে নয়, দুই বছর ধরে আলোচনা করেই স্থানীয় সরকারে প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

বুধবার (২৪ জানুয়ারি) পুরান ঢাকার বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের মন্ত্রী বলেন, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপিসহ সমমনা দলগুলো চরম হতাশায় ভুগছে। এসময় তাদের উপজেলা নির্বাচনে আসান আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি। সোমবার (২২ জানুয়ারি) গণভবনে ওয়ার্কিং কমিটির  বৈঠক শেষে রাতে সাংবাদিকদের এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, ওয়ার্কিং কমিটির এই সিদ্ধান্ত পরবর্তীতে দলের স্থানীয় মনোনয়ন বোর্ড ও সংসদীয়  মনোনয়ন বোর্ডের যৌথ সভায় চূড়ান্ত করা হবে। তবে ওয়ার্কিং কমিটির নেয়া সিদ্ধান্তই বহাল থাকে।

news24bd.tv/FA