কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু

প্রতীকী ছবি

কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

কানাডার উত্তরে একটি শ্রমিক বহনকারী যাত্রীবাহী জাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জানুয়ারি) এই দুর্ঘটনাটি ঘটে।

দেশটির ওন্টারিওর জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পরপরই বিমানটির সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোর্ট স্মিথ অঞ্চলটি আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এই দুর্ঘটনায় ৬ জন মারা গেলেও একজন এখনো বেঁচে আছেন। তবে ওই ব্যক্তির ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে শ্রমিক বহনকারী এই বিমানটি বিধ্বস্ত হওয়ার পর থেকে কানাডার ফোর্ট স্মিথ থেকে সব ফ্লাইট বুধবার পর্যন্ত গ্রাউন্ডেড করা হয়েছে। এদিকে সামরিক ও ফেডারেল পুলিশ নর্থওয়েস্ট টেরিটোরির এই দুর্ঘটনার প্রতিক্রিয়া জানায়।

স্নোমোবাইলে থাকা কানাডিয়ান রেঞ্জাররা বিধ্বস্ত প্লেনের ধ্বংসাবশেষটি শনাক্ত করে এবং পরে হারকিউলিস বিমান থেকে প্যারাসুটে করে অনুসন্ধান ও উদ্ধারকারী টেকনিশিয়ান সেখানে নামেন।

এই দুর্ঘটনা তদন্তের জন্য দেশটির ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড একটি তদন্ত কমিটিকে দায়িত্ব দিয়েছে।

 news24bd.tv/SC