আগামী ৯ মার্চ ছোট বড় মিলে ২৩৩ নির্বাচন

সংগৃহীত ছবি

আগামী ৯ মার্চ ছোট বড় মিলে ২৩৩ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

আগামী ৯ মার্চ ছোট বড় মিলে ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিটি, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। এছাড়া জেলা পরিষদের ভোটও সেদিন হবে।

বুধবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে তফসিল ঘোষণা করেন কমিশন সচিব জাহাংগীর আলম।

তিনি জানান, এদিন ময়মনসিংহ সিটি সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচন, পৌরসভার ৩টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, সিটির ভোট, পৌরসভার সাধারণ নির্বাচন এবং জেলা পরিষদের ভোট হবে ইভিএমে। বাকি ভোট হবে ব্যালটের মাধ্যমে।

নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল ১৩ ফেব্রুয়ারি, বাছাই করা হবে ১৫ ফেব্রুয়ারী।

এছাড়া বাছাইয়ের বিরুদ্ধে আপিলের সময় থাকবে ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত, আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি। সেইসাথে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

news24bd.tv/FA