টেকসই উন্নয়নে প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তন : পরিবেশমন্ত্রী

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

টেকসই উন্নয়নে প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তন : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ পানি, জলবায়ু পরিবর্তনের ফলে দেশ অস্তিত্ব সংকটের মুখে, তাই সবাইকে পরিবেশের গুরুত্ব বোঝার আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বুধবার(২৪ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে অ্যাকশন এইড আয়োজিত ৯ম আন্তর্জাতিক পানি সম্মেলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পৃথিবীতে প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, এতে নিত্যনতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বাংলাদেশের জলবায়ু মারাত্মকভাবে পরিবর্তিত হয়েছে।

প্রাকৃতিক ও কৃত্রিম নানা কারণে সৃষ্ট এই বিপদ প্রভাব ফেলছে দেশের টেকসই উন্নয়নে। সরকার প্রতি বছর সমাধানের পরিকল্পনা করছে কিন্তু সকলের সহযোগীতা না থাকলে পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য।

মন্ত্রী আরও বলেন, সরকার দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে, সেই সাথে বিশ্বের বন্ধু দেশগুলোও বাংলাদেশের পাশে রয়েছে। তবে পরিবেশের ক্ষতি করে এমন কর্মপরিকল্পনা পরিহার করতে হবে।

news24bd.tv/ab